Top

ময়মনসিংহে অটোরিকসা ছিনতাইকারি চক্রের তিন সদস্য গ্রেপ্তার

৩০ জুন, ২০২২ ৭:৫০ অপরাহ্ণ
ময়মনসিংহে অটোরিকসা ছিনতাইকারি চক্রের তিন সদস্য গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি :

দীর্ঘদিন ধরে ময়মনসিংহ অঞ্চলে অটোরিক্সা ছিনতায়ের ঘটনা ঘটে আসছে। সম্প্রতি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই ছিনতাই চক্রের সদস্যদের ধরতে কাজ করে আসছিল। এর ধারাবাহিকতায় ব্যাটারিচালিত অটোরিকসা ছিনতাইকারি চক্রের তিনজনকে গ্রেপ্তার এবং অটোরিকসা উদ্ধার করেছে পিবিআই।

বৃহস্পতিবার দুপুরে পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এক সাংবাদ সম্মেলনে জানান, গত ২৪ জুন ঈশ্বরগঞ্জে ব্যটারিচালিত অটোরিকসা ভাড়া নিয়ে রায়হান মিয়া নিখোঁজ হন। এ ঘটনায় থানায় জিডি হলে পিবিআইতদন্ত শুরু করে এবং একজনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামী মতিউর রহমান মতির দেয়া তথ্য অনুযায়ী কিশোরগঞ্জের তাড়াইল থেকে অটোরিকসা উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়হানসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার