Top
সর্বশেষ

বন্যায় কুড়িগ্রামে কৃষিতে ১২৭ কোটি ৫৪ লাখ টাকার ক্ষতি

০১ জুলাই, ২০২২ ১২:৪৪ অপরাহ্ণ
বন্যায় কুড়িগ্রামে কৃষিতে ১২৭ কোটি ৫৪ লাখ টাকার ক্ষতি
শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম :

কুড়িগ্রামে কৃষিতে টাকার অংকে ১২৭ কোটি ৫৪লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে। সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে পাট ও আউশ আবাদে। এরপর রয়েছে শাকসবজী। চলতি বন্যায় জেলায় ১৫ হাজার ৮৫১ হেক্টর ফসল বিনষ্ট হওয়ায় ৮০ হাজার ৩৫জন কৃষক ও চাষী ক্ষতিগ্রস্থ হয়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি খরিপ মৌসুমে ৩৪হাজার ৩১০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছিল। অসময়ের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা বন্যার ফলে পানিতে তলিয়ে যায় ১৫ হাজার ৮৫১ হেক্টর ফসলি জমিন। ১০ থেকে ১৫দিন ব্যাপী স্থায়ী বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ৭ হাজার ৩৫১ হেক্টর জমির ফসল। এছাড়াও আংশিক ক্ষতি হয় ৮ হাজার ৪২৭ হেক্টর জমির ফসল। এতে উৎপাদনে ক্ষতি হয়েছে মোট ৩৫ হাজার ৫৫ মেট্রিকটন ফসলের। যা মোট ফসলের ২৫ দশমিক ৫৭ভাগ ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাট, আউশধান ও সবজিচাষে। মাঠে চাষ করা ১৬ হাজার ৫৭৭ হেক্টর পাটের মধ্যে ক্ষতি হয়েছে ৯ হাজার ৫২১ হেক্টর পাটের। আউশধান আবাদ করা হয়েছে ৮ হাজার ৪৮০ হেক্টর জমিতে, ক্ষতি হয়েছে ৩ হাজার ৫৮০ হেক্টর আউশের আবাদ। অপরদিকে সবজি চাষ করা হয়েছিল ৪ হাজার ৩৪ হেক্টর জমিতে ক্ষতি হয়েছে ১ হাজার ১৬১ হেক্টর জমির। এরমধ্যে মরিচের ক্ষতি হয়েছে ১৫৪ হেক্টর জমিতে।

খোঁজ নিয়ে জানা গেছে কুড়িগ্রামে বর্তমানে মাঠগুলোতে চাষ করা হয়েছে, আমনবীজতলা, পাট, আউশধান, তিল, শাকসবজি, কাউন, চিনা, কলা, ভুট্টা, চিনাবাদাম, মরিচ, আদা, হলুদ, পিয়াজ, আখ ও মুগডাল। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের মৃত: শমসের আলীর পূত্র পটলচাষী শামসুল আলম (৬০) জানান, ‘আমি ৮ বিঘা জমিতে পটল চাষ করেছি। আমার ক্যাশ ছিল ৫০ হাজার টাকা, এনজিও থাকি টাকা নিছি ৩০ হাজার টাকা, আর সুদের পর নিছি ২০ হাজার টাকা। আমার ইনটোটাল ৪ লক্ষ টাকা খরচ। তারমধ্যে অর্ধেক টাকা তুলতে পারছি। এবার আমি বড় ধরণের ক্ষতির সম্মুক্ষিণ হয়েছি।’

এই গ্রামের মৃত: ফেকের আলীর ছেলে জব্বার আলী (৪৫) জানান, ‘এত কষ্ট করি আবাদ করি। আবাদ করিয়া কোন বছর লাভ হয়, কোন বছর তবিল ওঠে। এবার এমন হইল একবারে তবিল হাতে গাইব। বন্যাটা এবার আগুর হওয়ার কারণে লাভ করবের পাইলং না।’

উত্তর নওয়াবশ আক্ষষ পাড়ার কৃষক হুজুগ আলী জানান, ‘গত ৭/৮ বছর ধরে এখানকার কৃষক লাউ, কুমড়া, পটল, ভেরেন্ডি, শশা, মিষ্টিকুমড়া, জালি কুমড়া, চিচিঙ্গা, বেগুন, রসুন, পিয়াজ, মরিচ, আদা, এগলা চাষ করি পেট চালাই। এবার আগাম বন্যা আসি সর্বনাশ করি দেইল। শুনি সরকার থাকি সহযোগিতা দেয়। কিন্ত আমরা একবারো সেটা পাই নাই। এটে কাই পায় কাকে দেয় আমরা সেটা কবার পাই না।’

এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. আব্দুর রশীদ জানান, আমরা সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরুপণ করে সরকারকে অবগত করেছি। যা আগামী দিনে একটি পূণর্বাসন ও প্রণোদনার আওতায় এই ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তর্ভূক্ত করা হবে। ইতিমধ্যে আমরা ৭ হাজার কৃষককে প্রণোদনার আওতায় আনার একটি বরাদ্দ পেয়েছি। যা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের
অন্তর্ভূক্ত করে তাদের ক্ষতি কিছুটা পুষিয়ে আনার চেষ্টা করা হবে।

শেয়ার