সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের বাসা-বাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা দিয়েছেন মেয়র এস.এম. নজরুল ইসলাম। শুক্রবার (১ জুলাই) পৌরসভা কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
মেয়র এস. এম. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মুক্তিযোদ্ধারা এ দেশের সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে বাঙ্গালি সার্বভৌমত্ব ও স্বাধীনতা পেয়েছে। তাই উল্লাপাড়া পৌর এলাকায় বসবাসরত শতাধিক মুক্তিযোদ্ধার হোল্ডিং ট্যাক্স মওকুফ করার সিদ্ধান্ত নিয়েই এমন ঘোষণা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, প্রত্যেক জাতিয় বীর মুক্তিযোদ্ধার বাড়ির সামনে পৌরসভার অর্থায়নে সাইনবোর্ড ও বৈদ্যুতিক লাইটের ব্যবস্থা করা হবে বলে তিনি উল্লেখ করেন।