Top
সর্বশেষ
গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

খুলনা বিভাগের শ্রেষ্ট জয়িতা মাগুরার রোকোয়া বেগম

২০ জানুয়ারি, ২০২১ ১২:২৩ অপরাহ্ণ
খুলনা বিভাগের শ্রেষ্ট জয়িতা মাগুরার রোকোয়া বেগম
মাগুরা প্রতিনিধি :

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে খুলনা বিভাগীয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন মাগুরার মোছা. রোকেয়া বেগম।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) খুলনা বিভাগীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে এ পুরস্কার দেওয়া হয়। এটি মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রম। আয়োজন করে খুলনা বিভাগীয় প্রশাসন।

মোছা. রোকেয়া বেগম চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র ভিডিও এডিটর মো. তুফান মিয়ার মা। তিনি মাগুরা জেলার মহম্মদপুর জন্মগ্রহণ করেন। তার দুই ছেলে এবং এক মেয়ে রয়েছেন। তিনি সমাজের পিছিয়েপড়া ও বেকার নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য প্রশিক্ষণ প্রদান করেন। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ দেন। এ সমস্ত কাজ তিনি ব্যক্তিগত উদ্যোগে করে থাকেন।

সমাজের সকল বাধা-বিপত্তি অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীর একটি প্রতীকির নাম ‘জয়িতা’। এ কার্যক্রমের মাধ্যমে মহিলা বিষয়ক অধিদপ্তর বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের সফল নারী তথা জয়িতাদের অনুপ্রাণিত করে। মহিলা বিষয়ক অধিদপ্তর সমাজের বিভিন্ন ক্ষেত্রের জয়িতাদের চিহ্নিত করে তাদের যথাযথ সম্মান, স্বীকৃতি ও অনুপ্রেরণা প্রদান করে সমাজের আপামর নারীদের মধ্যে আস্থা সৃষ্টি করে

শেয়ার