Top

ফরিদগঞ্জ পৌরসভার ১০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

০২ জুলাই, ২০২২ ৯:০৪ অপরাহ্ণ
ফরিদগঞ্জ পৌরসভার ১০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) :

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। ২জুলাই শনিবার দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর প্রস্তাবিত বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ১০৫,৩৪,৭৬,০৩১ টাকার বাজেট ঘোষণা করেন।

ফরিদগঞ্জ পৌরসভা ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীতকরণে বাজেটের পাশাপাশি সূধীসমাবেশ ও সংবর্ধনার আয়োজন করা হয়।

পৌরসভা মাঠে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান ও বাজেট অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভূমি মন্ত্রনালয়ের সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব হাবিবুর রহমান, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার এম এ ওয়াদুদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুননেছা, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জি এস তছলিম, থানা অফিসার ইনচার্জ সহিদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার সহিদ উল্যা তপাদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহান অনি।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমানের পরিচালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ সরকারি বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণনাথ, ফরিদগঞ্জ এর আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, পৌরসভার প্যানেল মেয়র মাজহারুল ইসলাম মিরন, কাউন্সিলর মোহাম্মদ হোসেন, জায়েদ হোসেন এবং পৌরসভার সহকারি প্রকৌশলী দেলওয়ার হোসেন ও ক্যাশিয়র গিয়াস উদ্দিন, সাংবাদিক মামুনুর রশিদ পাঠান, প্রবীর চক্রবর্তী।

শেয়ার