Top

সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ বিষয়ক সভা

০২ জুলাই, ২০২২ ৯:১৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ বিষয়ক সভা
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা জোরদারকরণ বিষয়ক সিরাজগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে শ্রেমিক নেতৃবৃন্দ, পুলিশ বিভাগ, সড়ক বিভাগ ও বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। তিনি বলেন, ঈদ উপলক্ষে উত্তরবঙ্গের প্রায় ১৬ জেলার গাড়ি সিরাজগঞ্জ জেলা শহরের মাঝখান দিয়ে চলাচল করায় যানজটের সৃষ্টি হওয়ায় শহরবাসীর দূর্ভোগ পোহাতে হয়।

এছাড়া দূরপাল্লার এসব গাড়ি শহরে প্রবেশ করে রাস্তা না চেনার কারণে ভুলে এলোমেলো চলাচল করে। এতে প্রতিনিয়ত সিরাজগঞ্জের নাম সড়ক দূর্ঘটনার সংবাদ
শিরোনাম উঠে আসে। সিরাজগঞ্জ-হাটিকুমরুল গোলচত্বর থেকে অসংখ্য অনভিজ্ঞ মোটরসাইকেল চালক মহাসড়ক দিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় যাত্রী বহন করে থাকে। এ কারনে মহাসড়কের বিভিন্ন স্থানে দূর্ঘটনা ঘটে থাকে। এ দূর্ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে নজরে আনতে হবে।

এ মহাসড়কের নলকা ব্রীজটি ঈদ উল ফিতরের আগে নির্মানাধীন চার লেন সেতুর এক পাশ খুলে দেয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে নলকা ব্রীজে সব লেন খুলে দেয়া হবে। এজন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছে এবং নলকা সেতু থেকে হাটিকুমরুল গোল চত্বর পর্যন্ত রাস্তা প্রসারিত ও যানজট নিরসনে চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে।

এছাড়াও কোরাবানীর পশু বহনকারী যানবাহন পশু নামিয়ে ঈদে ঘড়মুখী যাত্রী বহন করে এবং গুরুত্বপূর্ন বিভিন্ন মহাসড়কের পয়েন্টে থামিয়ে যাত্রী নামায়। এতে মহাসড়ক পথে যানবাহনের ধীরগতি হয়ে যানজটের সৃষ্টি হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, বিআরটিএ্#৩৯;র সহকারি পরিচালক ইঞ্জি আতিকুর রহমান, মোটরযান পরিদর্শক আমির হোসেন প্রমূখ।

এ সময় সকল উপজেলা নির্বাহী অফিসারগণ ও সরকারি কর্মকর্তাসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার