চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার রামনগরে বেপরোয়া মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় আল আমিন লিখন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ রোববার (০৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার রামনাগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন উপজেলার দর্শনা পৌর এলাকার রামনাগর গ্রামের খন্দকার মোহাম্মদ আশরাফুলের ছেলে। সে মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ জানায়, সকালে আল আমিন প্রাইভেট পড়ে সাইকেলযোগে বাড়ি ফিরছিল। এ সময় রামনাগর গ্রামের মোড়ে পৌঁছালে বেপরোয়া গতির মাটিবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানান, মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত হয়েছেন। অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।