ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জে প্রায় ৪ লাখ গবাদি পশু প্রস্তুত করেছেন কৃষক ও খামারিরা। ইতিমধ্যেই এসব বাহারি ও নানা নামের গরু বিভিন্ন হাটে কেনাবেচা শুরু হয়েছে। এ কোরবানির পশুর বাজার এখন সরগরম হয়ে উঠছে। আর দা-ছুরি তৈরিতে ব্যস্ত সময় পার করছে কামারেরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন গ্রামঞ্চলে কৃষক ও গো-খামারিরা কোরবানির পশু লালন-পালন করেছে। কোরবানি ঈদকে সামনে রেখে বেশি লাভের আশায় অধিকাংশ গরু মোটা তাজাকরণ করা হচ্ছে। এবার জেলায় ৩ লাখ ৯১ হাজার গরু, মহিষ ও ছাগল প্রস্তুত রাখা হয়েছে।
বিশেষ করে শাহজাদপুর, উল্লাপাড়া, বেলকুচি, এনায়েতপুরসহ জেলার বিভিন্ন গ্রামঞ্চলে এ গরু লালন-পালন করে কোরবানির জন্য প্রস্তুত রাখছে খামারিরা। এছাড়া কৃষকদের পাশাপাশি কৃষাণিরাও ২/৪টি গুরু লালন-পালন করে কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত রেখেছে। খামারিরা বলছেন, গত বছর কোরবানি ঈদে প্রায় ৩০ হাজার গরু অবিক্রীত ছিল।
এবার আশা করছি গতবারের মতো হবে না। ক্রেতাদের আকৃষ্ট করতে জেলা ও উপজেলা পর্যায়ে অনলাইনেও প্রচার প্রচরণা শুরু হয়েছে। গো-খাদ্যের মূল্যবৃদ্ধি পাওয়ায় গরু পালনে খরচ বেশি হয়েছে। এ কারণে নায্য মূল্য নিয়ে গো- খামারিরা শঙ্কায় রয়েছে।
তবে দেশের বাহির থেকে পশু আমদানি না হলে পশু হাটগুলো জমে উঠবে কয়েক দিনের মধ্যে। ইতিমধ্যেই নাটুয়ারপাড়া, কান্দাপাড়া, রতনকান্দি, পাঙ্গাসী, সলংগা, তালগাছি, সোহাগপুর, এনায়েতপুর, শালুয়াভিটা ও বোয়লিয়াসহ জেলার বিভিন্ন হাটে কোরবানির পশু বেচা-কেনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন ও হাট ইজারাদারদের নজরদারিতে এসব হাটে পশু বেচা-কেনা চলছে। তবে এবার গরুর দাম বেশি হাকায় ক্রেতাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জেলার বিভিন্ন হাট-বাজারে দা-ছুরি তৈরি করছে কামারেরা।
দিনরাত টুকটাক শব্দতে ব্যস্ত সময় পার করছে কামারেরা এবং এসব দা-ছুরি ক্রয় করারও হিড়িক পড়েছে। এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার বলেন, এবার জেলায় কোরবানির জন্য বিভিন্ন জাতের ৩ লাখ ৯১ হাজার গরু, মহিষ ও ছাগল প্রস্তুত করা হয়েছে।
অবশ্য এ জেলার চাহিদা পৌনে ৩ লাখ। বাকি পশুগুলো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাটে নিয়ে যাবেন কৃষক ও খামারিরা। ইতিমধ্যেই স্থানীয় হাটগুলোতে এসব গুরু তুলছে খামারিরা এবং বিক্রিও শুরু হয়েছে। দামও মোটামুটি সন্তোষজনক থাকায় খামারিরা এখন পর্যন্ত খুশি। তবে ২/১ দিনের মধ্যে এসব পশুর হাট জমে উঠবে বলে তিনি উল্লেখ করেন।