Top

রাঙামাটি শহরে টিসিবি’র পণ্য বিক্রি

০৪ জুলাই, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ
রাঙামাটি শহরে টিসিবি’র পণ্য বিক্রি
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

সারাদেশের ন্যায় রাঙামাটিতে পরিবার কার্ডের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রি করেছে। সোমবার (০৪জুলাই) সকাল থেকে জেলা শহরের ৫টি স্থানে এসব পণ্য বিক্রি করা হয়।

ওইদিন নিদিষ্ট স্থানগুলোতে স্বল্প আয়ের মানুষেরা লাইনে দাঁড়িয়ে টিসিবি’র পণ্য ক্রয় করেছে। টিসিবি’র এসব পণ্য বিক্রি করতে সহায়তা করেছে রাঙামাটি পৌরসভা।

এদিকে ১নং ওয়ার্ডে ১৪০১জন, ২ন ওয়ার্ডে ১৬৪৬জন, ৩নং ওয়ার্ডে ১৩০০জন, ৪ নং ওয়ার্ডে ১৭৯৫জন, ৫ নং ওয়ার্ডে ১২০০জন, ৫নং ওয়ার্ডে ১৩৩৪জন, ৬ নং ওয়ার্ডে ১৩৩৪জন , ৭নং ওয়ার্ডে ২৬৯৫জন,৮নং ওয়ার্ডে ১৭৮৮জন, ৯নং ওয়ার্ডে ১৫১৪জনসহ ৯টি ওয়ার্ডে সর্বমোট ১৪হাজার ৬৭৩জন নি¤œ আয়ের মানুষ এসব পন্য ক্রয় করেছে।

এইবার টিসিবি’র ৪০৫টাকার মূল্যের প্যাকেজে ছিলো- ২লিটার তেল, কেজি মশুরের ডাল এবং ১ কেজি চিনি।

রাঙামাটি পৌরসভার ১নংওয়ার্ডের কমিশনার ও প্যানেল মেয়র মো. হেলাল উদ্দিন বলেন- রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডে সর্বমোট ১৪হাজারেরও বেশি মানুষের কাছে টিসিবি পণ্য হয়েছে। ঈদুল আযহা উপলক্ষ্যে টিসিবি আসেব পণ্য বিক্রি করেছে। ঈদুল ফিতরের আগে টিসিবি পণ্য বিক্রি করবে না।

শেয়ার