Top
সর্বশেষ

দুই মাস পর সোনামসজিদ দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

০৫ জুলাই, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ
দুই মাস পর সোনামসজিদ দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

দীর্ঘ দুই মাস পর দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (০৪ জুলাই) ৯৯০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে ভারত থেকে এসেছে ৪০টি ট্রাক। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম।

সোনামসজিদ শুল্ক বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন জানান, পেঁয়াজ আমদানিতে জটিলতা থাকায় এতোদিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসেনি। সর্বশেষ চলতি বছরের ৫ মে এ বন্দরে পেঁয়াজ আমদানি হয়। দুই মাস পর সোমবার (৪ জুলাই) ৯৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। কোরবানি ঈদের আগ মুহূর্তে ভারত থেকে আসা এই পেঁয়াজ বাজারে ইতিবাচক সাড়া ফেলবে বলে উল্লেখ করেন তিনি।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম মুঠোফোনে বলেন, দেশের কৃষকদের নায্যমূল্য নিশ্চিত করতেই সরকার ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। দুই মাস বন্ধ থাকার পর আবারও আমদানির অনুমতি দেয়ায় বাংলাদেশে পেঁয়াজ আসা শুরু হয়েছে৷

সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জানান, ১০ জুলাই ঈদুল আজহা। ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৯ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত সকল প্রকার আমদানি রপ্তানি বন্ধ থাকবে। সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন, সোনামসজিদ আমদানি ও রাপ্তানি গ্রুপসহ সংশ্লিষ্ট সকল সংগঠনের দায়িত্বরত সকলকে নিয়ে ঈদুল আযহা উদযাপনে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয় ঈদলু আজহা উপলক্ষে ৪ দিন সোনামসজিদ বন্ধ থাকবে। ১৩ জুলাই থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

 

বিপি/ আইএইচ

শেয়ার