Top
সর্বশেষ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু

০৬ জুলাই, ২০২২ ৪:২০ অপরাহ্ণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বীজতলায় সেচ দিতে গিয়ে বিদ্যুত স্পৃষ্টে কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম মোঃএচাহাক আলী(৫৮)। তিনি ওই এলাকার মৃত মনিরুজ্জামান ওরফে মনির ধনির ছেলে।
ওই এলাকার মমিনুর রহমান সহ স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে বীজতলায় সেচ দেয়ার জন্য মটর ঘরে যান এচাহাক আলী। সেখানে সুইচ দেয়ার জন্য বোর্ডে হাত দিলে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার