Top
সর্বশেষ

সিরাজগঞ্জে দেড় কোটি টাকা মূল্যের হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

০৭ জুলাই, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে দেড় কোটি টাকা মূল্যের হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভেংড়ী গ্রাম এলাকায় মেসার্স লামইয়া জান্নাতুল ফিলিং স্টেশনের কাছে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারকরেছে র‌্যাব- ১২ সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের অনুপনগর গ্রামের মোঃ ফয়জুর রহমানের ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৪) ও একই জেলার চর আলাতলী গ্রামের মোঃ তাহসান আলীর ছেলে মোঃ পিয়ারুল ইসলাম (২৮)। র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮ টার দিকে সলঙ্গা থানার ভেংড়ী গ্রাম এলাকায় মেসার্স লামইয়া জান্নাতুল ফিলিং স্টেশনের কাছে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের
দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা
হয়েছে।

শেয়ার