Top
সর্বশেষ

সিরাজগঞ্জে কলেজ শিক্ষার্থীকে ইভটিজিং,বখাটে গ্রেপ্তার

০৭ জুলাই, ২০২২ ৫:০১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে কলেজ শিক্ষার্থীকে ইভটিজিং,বখাটে গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে ইভটিজিং এর প্রতিবাদ করায় এক কলেজ শিক্ষার্থীর পিতাকে মারপিটের ঘটনায় সদর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিক্ষার্থী। এ মামলায় শিপন শেখ (২৪) নামে অভিযুক্ত এক বখাটেকে সন্ধ্যায় মামলাটি রেকর্ড করার আগেই গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত শিপন শেখ পৌর এলাকার গয়লা মহল্লার মৃত বাবু ড্রাইভারের ছেলে। শিপন পেশায় একজন দিনমজুর। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মামলার এজাহারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে জানান, জেলা শহরের রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে শিপনসহ কয়েক বখাটে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল বেশ কিছুদিন ধরে। মঙ্গলবার দুপুরে উত্ত্যক্তের ঘটনার প্রতিবাদ করতে গেলে শিক্ষার্থীর বাবাকে বখাটেরা মারপিট করে।

এ সময় ভুক্তভোগী ওই শিক্ষার্থী ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা নেয়ার পর সন্ধ্যায় থানায় এজাহার দেয়া হয়। মামলায় প্রতিবেশী বাবু ড্রাইভারের ছেলে শিপন শেখ (২৪), কালাম শেখের ছেলে শাহেদ আলী (২৭), উজ্জ্বল সেখের ছেলে আব্দুল্লাহ (২৬) ও সহযোগী শুকচাঁন (৪৫) সহ ৪ জনকে আসামি করা হয়েছে। ৯৯৯-এ কল করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বখাটে শিপনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

শেয়ার