বগুড়ায় নকল সোনার মূর্তিসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাত ৮টার দিকে দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর তরফদারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার করমজি এলাকার এলিম হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (১৯) এবং তালুচ এলাকার দুলাল হোসেনের ছেলে সাদিকুল ইসলাম(২০)। বৃহস্পতিবার সকালে র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর তরফদারপাড়া দুপচাঁচিয়া টু আক্কেলপুর পাকাসড়কের উপর অভিযান পরিচালনা করে একটি নকল সোনার মূর্তি ও মোবাইলসহ মোফাজ্জল হোসেন ও সাদিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নকল সোনার মূর্তিসহ বিভিন্ন ধরণের মূর্তি দ্বারা জনসাধারণকে প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।