Top

৩ টি চোরাই মটরসাইকেল সহ ৭ চোর আটক

০৭ জুলাই, ২০২২ ৯:০২ অপরাহ্ণ
৩ টি চোরাই মটরসাইকেল সহ ৭ চোর আটক
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার শালিখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃ জেলা মটর সাইকেল চোর চক্রের ৭ সদস্য সহ তিনটি চোরাই মটর সাইকেল উদ্ধার করেছে৷ গতকাল পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে চোরাই মটরসাইকেল সহ আটক করে৷

পুলিশ জানায় শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলামের তত্তাবধানে এসআই রকিবুল ইসলাম,এএসআই আবুর বাশার,এএসআই গনি মিয়া সংগীয় ফোর্স শালিখা থানা এলাকাসহ মাগুরা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আন্তঃজেলা মটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রামের সিহাব হোসেনের ছেলে মোঃ আফ্রিদী হোসেন(২১), টিলা গ্রামের মোহাম্মদ আলী মোল্যার ছেলে রফি উদ্দিন(৩০),উজিরাবাদ মালঞ্চী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ শাকিল হোসেন(২১),ভাবনহাটি গ্রামের মৃত মোক্তাদের মোল্যার ছেলে মোঃ উবাইদুর মোল্যা(৫৫), শালিখা উপজেলার ভাটোয়াইল গ্রামের মৃত উত্তম সরকারের ছেলে সুমন সরকার(৩০), পোড়াগাছি গ্রামের মৃত দীনো বন্ধু মন্ডলের ছেলে প্রদীপ মন্ডল(৩৭), উজগ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ সৌকত মাহমুদ সোহাগ(২৭)কে আটক করে ।

তাদের নিকট হতে তিনটি বাজাজ পালসার চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়৷ আটককৃতদের আজ মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে৷ এব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে৷

শেয়ার