Top
সর্বশেষ

হংকং গেল চাঁপাইনবাবগঞ্জের আম্রপালি

০৮ জুলাই, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ
হংকং গেল চাঁপাইনবাবগঞ্জের আম্রপালি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আম দেশের সীমানা ছাড়িয়ে এবার রফতানি হচ্ছে বিদেশেও। বুধবার (৬ জুলাই) ১ মেট্রিক টন আম্রপালি আম রফতানির জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে বিমানযোগে আমের এই চালান গেছে হংকংয়ে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আম ব্যবসায়ী আহসান হাবিব ও খোকন এই আম রফতানি করছেন। সম্প্রতি রাশিয়া ও সুইজারল্যান্ডে ল্যাংড়া ও ক্ষিরসাপাত আম পাঠিয়েছেন তারা। আর এবার তাদের আম গেল হংকংয়ে।

আমচাষী আহসান হাবিব বলেন, অন্য চাষিদের থেকে আমাদের আম ভিন্ন। আমরা মুকুলের সময় থেকেই এমন ভাবে আমের পরিচর্যা করি যা বিদেশে রপ্তানী-যোগ্য। কোনো ক্রেতা একবার আম কিনলে পরের বছর পাঁচগুণ বেশি আম কিনবেন। এমনকি আমাদের উৎপাদিত আমগুলো সম্পূর্ণভাবে প্রাকৃতিকভাবে উৎপাদন করা হয়।

তিনি আরও বলেন, গত বছরের মত এবার বেশি আম রপ্তানি করা সম্ভব হচ্ছে না। কারণ আমরা প্রধানত রফতানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে আম পাঠাই। কিন্তু এবছর আমাদের কাছে আম ক্রয় করছেনা রফতানিকারক প্রতিষ্ঠানগুলো। আমরা জানতে পেরেছি, ঢাকার বাদামগতীসহ দেশের বাজার থেকে আম কিনে বিদেশে রপ্তানি করছে। তারা এক ধরণের প্রতারণা করেছে আমাদের সঙ্গে।

আহসান হাবীব বলেন, আমি প্রায় ৩০ বিঘার জমির বাগানের আম বিদেশে রপ্তানিরযোগ্য করে আম উৎপাদন করেছি। এ আমগুলো এখন আমাকে দেশের বাজারে কম দামে বিক্রি করতে হচ্ছে। এবিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিডেটের সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন, এবছর আম্রপালি, ক্ষিরসাপাতসহ প্রায় ৫০ মেট্রেক টন আম ইংল্যান্ড পাঠিয়েছি। আশা করছি আরও ৩০ মেট্রিক টন আম রপ্তানি করতে পারব। আর আমাদের আম ফ্রুট ব্যাগিং, রফতানিযোগ্য ও সম্পূর্ণ কেমিক্যালমুক্ত।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, বিদেশে আম রফতানি করতে আমচাষী ও কৃষকদেরকে নানারকম সহযোগিতা অব্যাহত রেখেছে কৃষি বিভাগ। এখন পর্যন্ত চলতি মৌসুমে প্রায় ৩০ মেট্রিক টন আম ইংল্যান্ড ইতালিসহ ইউরোপের বেশকিছু দেশে রপ্তানি হয়েছে।

 

শেয়ার