Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

শ্রীলংকায় গঠিত হতে যাচ্ছে সর্বদলীয় সরকার

১১ জুলাই, ২০২২ ৬:০১ অপরাহ্ণ
শ্রীলংকায় গঠিত হতে যাচ্ছে সর্বদলীয় সরকার

শ্রীলংকার বর্তমান মন্ত্রী সভার সকল সদস্য পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন৷ দেশটিতে সর্বদলীয় সরকার গঠিত হলেই তারা মন্ত্রিত্ব ছেড়ে দেবেন৷

সোমবার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহের দপ্তর থেকে জানানো হয়েছে এ তথ্য৷ খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের৷

এদিকে গত শনিবার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ রাজধানী কলম্বোতে জড়ো হন। প্রেসিডেন্টের পাশাপাশি প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহের পদত্যাগেরও দাবি জানান তারা।

উত্তেজনা চরমে পৌঁছালে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দুইজনই পদত্যাগ করতে সম্মত হন।

শ্রীলংকায় অর্থনৈতিক দুরাবস্থা সৃষ্টি হওয়ায় সরকারের ওপর ক্ষুদ্ধ হন সাধারণ মানুষ। তারা রাস্তায় নেমে পড়েন।

মে মাসে আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে৷

এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন রানিল বিক্রমাসিংহে৷ কিন্তু তার ওপরও ক্ষুদ্ধ হয় সাধারণ মানুষ।

শনিবার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের বাসভবনে অবস্থান নেন সাধারণ জনতা৷

তারা জানান, যতক্ষণ প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী ক্ষমতা না ছাড়ছেন ততক্ষণ তারা অবস্থান চালিয়ে যাবেন৷

সূত্র: বিবিসি, এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার