Top

দেশেই রয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে

১২ জুলাই, ২০২২ ১:০৭ অপরাহ্ণ
দেশেই রয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে
নিজস্ব প্রতিবেদক :

দেশেই রয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বিষয়টি স্পষ্ট করলেন খোদ স্পিকার মাহিন্দা ইয়াপা। বিক্ষোভের মুখে পালিয়ে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। রাজধানী কলম্বোতে তার সরকারি বাসভবনে বিক্ষোভকারীদের হামলার পর সেটি ছেড়ে পালিয়ে যান তিনি। এতদিন তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সরকারি এক সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে লুকিয়ে রয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া। দেশ ছাড়ার চেষ্টা করছেন এমন গুঞ্জনও ছড়ায়। তবে এবার স্পিকার জানালেন তিনি দেশেই আছেন।

দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা বলেছেন, দেশেই রয়েছেন গোতাবায়া। তার মন্তব্য বিকৃত করা হয়েছে।

এর আগে স্পিকার মাহিন্দা ইয়াপা বলেছিলেন যে প্রেসিডেন্ট একটি ‘কাছের’ দেশে চলে গেছেন। পরে তিনি ভুল করেছেন বলে বক্তব্য প্রত্যাহার করে নেন।

বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল যে প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে শনিবার একটি জাহাজে চড়েছিলেন এবং ফিরে আসার আগে শ্রীলঙ্কার জলসীমায় ছিলেন।

বুধবার পদত্যাগের পরপরই তিনি শ্রীলঙ্কা ত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে।

শনিবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর হাজার হাজার বিক্ষোভকারী একসঙ্গে প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে পড়লে পালিয়ে যান রাজাপাকসে।

টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করা হলেও আন্দোলনকারীদের থামাতে ব্যর্থ হয় আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিপি/এএস

শেয়ার