চট্টগ্রামে পৃথক ঘটনায় দুই সহোদরসহ তিনজনের মৃত্যু হয়। ফটিকছড়িতে বিলের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) উপজেলার লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপাল ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
দুই সহোদর হলেন-মোহাম্মদ ওমর ফারুক(৯) ও ওম্মে হাবিবা(৭) তারা দুজনই ওই এলাকার মোহাম্মদ লোকমানের সন্তান।
স্থানীয় বাসিন্দা হাফেজ মোহাম্মদ জামশেদ জানান, বাড়ি থেকে কিছুটা দূরবর্তী বিলের মাঝে দুই ভাইবোনকে গরু চড়াতে দিয়ে বাবা কাজে চলে যায়। কিছুক্ষণ পর এসে দেখে তারা সেখানে নেই। একপর্যায়ে খোঁজাখুজিঁর সময় বিলের মাঝে গর্তের পানিতে (স্থানীয় ভাষায় হাঁড়ি) তাদের দুজনের লাশ ভাসতে দেখে।
এদিকে, চট্টগ্রাম নগরীর হালিশহরে দুর্বৃত্তদের মারধরের জেরে মো. সুজন (৪৫) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (১৩ জুলাই) সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান। নিহত সুজন নগরীর হালিশহরের সবুজবাগ জি-ব্লক এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।
জানতে চাইলে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দীন বলেন, গাড়ি পার্কিংয়ের জেরে গত সোমবার (১১ জুলাই) সুজনের সঙ্গে দুর্বৃত্তদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। কিন্তু কেউ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, থানায়ও জানায়নি। (বুধবার) সকালে হঠাৎ করে সুজন বুকের ব্যথা অনুভব করেন। অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়। এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি। পরিবার অভিযোগ করলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।