Top

চট্টগ্রামে একদিনে করোনায় আক্রান্ত ৭৪ জন

১৪ জুলাই, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ
চট্টগ্রামে একদিনে করোনায় আক্রান্ত ৭৪ জন
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৯৬ শতাংশ। যা আগের দিন বুধবার শনাক্ত হয়েছিল ২২ জন। তবে এদিনও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কাউকে মৃত্যুর স্বাদ নিতে হয়নি।

বৃহস্পতিবার (১৪ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এন্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে ৪১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ৭৪ জনের ৫৯ জন নগরীর, বাকি ১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৮৮৮ জনে। তাদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ১৮৫ জন এবং ৩৪ হাজার ৭০৩ জন বিভিন্ন উপজেলার। শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬৫ জন। এদের মধ্যে ৭৩৫ জন নগরীর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। বাংলাদেশে ভাইরাসটিতে প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর দেশের দ্বিতীয় রাজধানীখ্যাত চট্টগ্রামে প্রথম কোন রোগী সংক্রমিত হয় একই বছরের ৩ এপ্রিল। ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

 

শেয়ার