ঈদের ছুটিতে আমদানিকারকরা ডেলিভারি (সরবরাহ) না নেওয়ায় চট্টগ্রাম বন্দরে পণ্যভর্তি কনটেইনারের সংখ্যা বেড়েছে। একই কারণে বন্দরের বহির্নোঙরে বেড়েছে আমদানি পণ্যবোঝাই জাহাজের সংখ্যাও। পাশাপাশি বাড়ছে জাহাজের অপেক্ষমাণ সময়।
এতে করে একদিকে বন্দরে বাল্ক জাহাজের অপারেশনাল কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। অন্যদিকে যথাসময়ে জাহাজের বার্থিং দিতে না পারায় বহির্বিশ্বে সুনাম ক্ষুন্ন হবার আশঙ্কা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে চলমান এ সংকট মোকাবেলায় দ্রুত আমদানিকারকদের পণ্য খালাসে তাগিদ দিচ্ছেন তারা। এমনকি যথাসময়ে পণ্য খালাস না নিলে আগামী ২৫ জুলাই থেকে চারগুণ বাড়তি ভাড়া আদায়ের হুশিয়ারিও দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বুধবার (১৩ জুলাই) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহণ) এনামুল করিম এসব তথ্য জানান।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহাকে ঘিরে এক সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ থাকবে পোশাক কারখানা। কারখানা মালিকরা জানিয়েছেন আগামী ১৭ জুলাই থেকে পুরোদমে সচল হবে কারখানার চাকা। এদিকে চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত পণ্যের অধিকাংশ পণ্যই পোশাক কারখানার কাঁচামাল। তবে কারখানা বন্ধ থাকায় কারখানা মালিকরা সেগুলো খালাস করে নিচ্ছেন না। এতে করে বন্দরের ভেতরে আমদানি করা পণ্য জট তৈরি হচ্ছে। অন্যদিকে জাহাজ থেকে পণ্য খালাসে বাধাপ্রাপ্ত হওয়ায় বহিনোঙ্গর থেকে আমদানি পণ্যভর্তি জাহাজ খালাসের জন্য বন্দর জেটিতে আনা সম্ভব হচ্ছে না।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা পণ্য নিয়ে ১০টি জাহাজ বহিনোঙ্গরে খালাসের অপেক্ষায় আছে। এরমধ্যে ভিয়েতনাম, চায়না, পানামা, লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ রয়েছে। এসব জাহাজে পোশাক কারখানার কাঁচামাল ছাড়াও বিভিন্ন খাদ্যপণ্য রয়েছে।
এদিকে বন্দর থেকে দ্রুত আমদানি পণ্য খালাস করতে মঙ্গলবার সকল আমদানিকারক, শিপিং এজেন্টকে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ওই চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বাল্ক জাহাজে আমদানি করা কনটেইনার বন্দরের বিভিন্ন শেডের ভেতরে ও বাইরে ডাম্পিং অবস্থায় সংরক্ষিত আছে। এতে করে বন্দরে বাল্ক জাহাজের অপারেশনাল কার্যক্রম বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে বন্দরের বহিনোঙ্গরে থাকা জাহাজগুলোর বার্থিংয়ের ব্যবস্থা করতে দেরি হচ্ছে। এতে বন্দরের সুনাম ক্ষুন্ন হবার মত পরিস্থিতি তৈরি হয়েছে। বন্দরের স্বাভাবিক কার্যক্রমে গতিশীলতা আনতে সকল আমদানিকারককে দ্রুত পণ্য খালাসের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, তিনদিন সরকারি ছুটির পর যখন আমরা প্রক্রিয়াকরণ করি, সেটা করতে ৫ দিন লাগবে। এতে আটদিন সময় চলে যায়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহণ) এনামুল করিম বলেন, বন্দরের জেটিতে থাকা আমদানি পণ্যের খালাস যথাসময়ে না হওয়ায় পণ্যজট তৈরি হয়েছে। আমরা আগামী ২০ জুলাই পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। এরমধ্যে আমদানিকৃত পণ্য খালাসে উন্নতি দেখা না গেলে আগামী ২৫ জুলাই থেকে বন্দরের রেগুলেশনস ফর ওয়ার্কিং অফ চিটাগং পোর্ট (কার্গো এন্ড কনটেইনার), ২০০১ এর ১৬০ ধারা অনুযায়ী স্বাভাবিক ভাড়ার চেয়ে চারগুণ বাড়তি ভাড়া আদায় করা হবে।