গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম সিকদারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্য অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে পুইশুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেয়ারম্যান কামরুল ইসলাম সিকদার।
তিনি বলেন, ঈদ উপলক্ষে এ ইউনিয়নে ৫০০ গরীব পরিবারকে ভিজিএফ এর চাল বিতরন করা হয়। তালিকা ছাড়াও আরো ৫০ জনকে চাল দেয়া হয়। তালিকা তাদের চাল দিতে পারিনি তাদেরকে ২৫০ টাকা করে দেয়া হয়েছে। এ চাল দেয়া তালিকা নিয়ে পরিষদের দুই মেম্বার বিশৃংখলা করলে বহিরাগতদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
তিনি আরো বলেন, কিন্তু এখানে চাল কম দেয়া হয়েছে বলে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। যা মিথ্য ও ভিত্তিহীন। এ নিয়ে কয়েতটি গণমাধ্যমে আমাকে নিয়ে মিত্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিশদের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রেনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।