Top
সর্বশেষ

গোপালগঞ্জের সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

১৪ জুলাই, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ
গোপালগঞ্জের সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শাওন হালদার (৩৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হযেছেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গৌতম কুমার সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্টিত করেছেন।

নিহত শাওন হালদার বাগেরহাট জেলার কচুয়া থানার উত্তর মুদিয়া গ্রামের সুনিল হালদারের ছেলে। এএসআই গৌতম কুমার জানান, মোটর সাইকেলে করে বাড় থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন শাওন। এ সময় মোটর সাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের পাশে গাছের সাথে সাজোরে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলে মারা যান তিনি।

পরে খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে ও দূর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি উদ্ধার করে।

 

শেয়ার