Top

সিরাজগঞ্জে যুবদল নেতা বহিষ্কার

১৬ জুলাই, ২০২২ ৩:৪২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে যুবদল নেতা বহিষ্কার
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা যুবদলের সাবেক আহ্ধসঢ়;বায়ক মাহমুদুল হাসান সজলকে (৩২) পৌর বিএনপির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু স্বাক্ষরিত এক পত্রে শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মাসুদ রানাকে (৪৫) কুপিয়ে আহত করার অভিযোগে বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে তাকে বহিষ্কার করা হয়েছে। ইতিপূর্বে একই ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাধারণ সদস্য পদ থেকেও গত ৩ জুলাই তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ স্বাক্ষরিত পত্রে এ বহিষ্কারাদেশ দেয়া হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রের সঙ্গে কথা বলেই

মাহমুদুল হাসান সজলকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

শাহজাদপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ইকবাল হোসেন হিরু বলেন, গত ২ জুলাই দুপুরে মাহমুদুল হাসান সজল ও তার লোকজন মনিরামপুর বাজার এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মাসুদ রানার ওপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে বিএনপি ও যুবদল থেকে স্থায়ীভাবে
বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় আহত রানার মা বাদী হয়ে মাহমুদুল হাসান সজলসহ ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। কিন্তু সজলকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

শেয়ার