Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

পর্তুগাল-ফ্রান্স-স্পেনে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল

১৬ জুলাই, ২০২২ ৪:২৮ অপরাহ্ণ
পর্তুগাল-ফ্রান্স-স্পেনে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল
নিজস্ব প্রতিবেদক :

ইউরোপের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। পর্তুগাল, স্পেন ও ফ্রান্সের দক্ষিণাঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে শত শত ফায়ারফাইটাররা কাজ করছে। তবে ধারণা করা হচ্ছে, আগুন সহজে নিয়ন্ত্রণ হবে না। শনিবার (১৬ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

উত্তর পর্তুগালে স্প্যানিশ সীমান্তের কাছে ফোজ কোয়া এলাকায় একটি পানিবাহী প্লেন বিধ্বস্ত হয়ে পাইলট মারা গেছেন। তাছাড়া ফ্রান্সের গিরোন্ডি অঞ্চলে দাবানল মারাত্মক আকার ধারণ করেছে। এরই মধ্যে সেখানের ১২ হাজারের বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

দক্ষিণ স্পেনের কোস্টা দেল সোলের কাছে মিজাস পাহাড়ে ছড়িয়ে পড়া দাবানলের কারণে প্রায় দুই হাজার তিনশ লোককে পালিয়ে যেতে হয়েছে।

টরেমোলিনোসের সৈকত থেকে পাহাড়ে ধোঁয়ার বড় বড় কুণ্ডলি উঠতে দেখা গেছে। যেখানে বেশ কয়েকটি প্লেন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে একজন স্থানীয় বাসিন্দা ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম আটলান্টিক উপকূলের কাছে বনের দাবানলকে পোস্ট অপোক্যালিপ্টিক অনুভূতি বলে বর্ণনা করেছেন।

টেস্টে-ডি-বুকের কাছে বসবাসকারী ক্যারিন সংবাদমাধ্যম এএফপিকে বলেন, আমি এ রকম দৃশ্য আগে কখনো দেখিনি।

বুধবারের পর থেকেই অঞ্চলটিতে তাপমাত্রা বাড়ছে। এসময় পর্তুগালের তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ ডিগ্রি ও স্পেনে ৪০ ডিগ্রি। এতে দেশগুলোর বনাঞ্চল শুষ্ক হয়ে আগুন ধরে যাচ্ছে। ভয়াবহ দাবানলে দেশ দুইটিতে তিন শতাধিক মানুষ এখন পর্যন্ত মারা গেছেন।

বিপি/এএস

শেয়ার