Top

সিরাজগঞ্জে পুকুর থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার

১৬ জুলাই, ২০২২ ৭:৩৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে পুকুর থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার মণ্ডলপাড়া গ্রামের একটি পুকুর থেকে শনিবার দুপুরে ২৬ হাজার ৫ টাকাসহ অজ্ঞাত পরিচয় এক ভিক্ষুকের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই এলাকায় তিনি ভিক্ষাবৃত্তি করলেও কেহই তার পরিচয় জানাতে পারেনি।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার দুপুর ২ টার দিকে মন্ডলপাড়ার একটি পুকুরে অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় আনা হয়। এ সময় তার কাছে থাকা ২৬ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়েছে। পেশায় ভিক্ষুক ওই বৃদ্ধ ফুটপাতে থাকতেন বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানাতে পারেননি ওসি।

শেয়ার