সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। কোন ষড়যন্ত্রই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না।
মন্ত্রী গতকাল রোববার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন এবং লালমনিরহাট জেলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কার্যক্রমের উপকারভোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নিয়ে হওয়া হাজারও ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে পদ্মাসেতুকে বাস্তবায়ন করে বিশ্বকে অবাক করে দিয়েছেন। মন্ত্রী সরকারের গৃহীত বিভিন্ন মেগা প্রকল্পের উল্লেখ করে বলেন, এসব মেগা প্রকল্প এখন শতভাগ বাস্তবতা। পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা হয়েছ, আর মেগা প্রকল্পগুলো উদ্বোধন হলে দেশের অপ্রতিরোধ্য গতিতে নতুন বেগ সৃষ্টি হবে।
মন্ত্রী বলেন, দেশের জনগণ শেখ হাসিনাকে আবারও নিরঙ্কুশ সংখাগরিষ্ঠতার মাধ্যমে ক্ষমতায় আনবে। তিনি জনগণের আস্থার প্রতীক।
লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লালমনিরহাট মোঃ আবু জাফর, জেলা পরিষদ প্রশাসক এ্যাড: মতিয়ার রহমান, জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম পিপিএম প্রমুখ।
পরে মন্ত্রী বইয়ের মোড়ক উন্মোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর উপকারভোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।
বিপি/ আইএইচ