Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

২৪ ঘণ্টায় ৫৯৫ জনের মৃত্যু, করোনা শনাক্ত ৫ লাখ ১৫ হাজার

১৮ জুলাই, ২০২২ ১০:৪৫ পূর্বাহ্ণ
২৪ ঘণ্টায় ৫৯৫ জনের মৃত্যু, করোনা শনাক্ত ৫ লাখ ১৫ হাজার
নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫৯৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ২৮ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৪ লাখ ৪২ হাজার ২৯৮ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৮৭ হাজার ৫৯৮ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ কোটি ৭৬ লাখ ৬৬ হাজার ৮৫ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৩ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৫০৫ জন।

সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ১ লাখ ৪ হাজার ৮৩২ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১ জন। এ সময়ে সবেচেয়ে বেশি ৭৯ জন মারা গেছেন ইতালিতে। এই ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৭ হাজার ৮১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ হাজার ৭৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ১২ লাখ ৭৫ হাজার ১৪৯ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৪৮ হাজার ৮৪৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন আট কোটি ৬৬ লাখ ৪৬ হাজার ২২০ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৫৫ জন, রাশিয়ায় ৪৬ জন, অস্ট্রেলিয়ায় ৩০ জন, মেক্সিকোতে ৭১ জন, চিলিতে ৪৭ জন এবং তাইওয়ানে ৭৩ জন মারা গেছেন।

এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৩৪ জনে। এসময়ে রোগী শনাক্ত হয়েছে ৯০০ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৩৪ জনে।

বিপি/এএস

শেয়ার