Top

নোয়াখালীতে উদ্ধার করা ২০পাখি অবমুক্ত

১৮ জুলাই, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ
নোয়াখালীতে উদ্ধার করা ২০পাখি  অবমুক্ত
নোয়াখালী প্রতিনিধি :

‘আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে’ এ স্লোগানে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার লক্ষ্যে নোয়াখালীতে অভিযান চালিয়েছে উপকূলীয় বন বিভাগ। এসময় বিক্রির জন্য আটকে রাখা অবস্থায় ২০টি পাখি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পাখিগুলোর মধ্যে রয়েছে ২টি ঘুঘু, ৬টি মুনিয়া, ৬টি শালিক ও ৬টি টিয়া পাখি।

সোমবার সকালে নোয়াখালী পৌর পার্কে পাখিগুলো অবমুক্ত করেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, সহকারি বন সংরক্ষক কাজী তারিকুর রহমান প্রমুখ।

জানা গেছে, রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহর মাইজদীর পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইজন বিক্রেতার কাছ থেকে পাখিগুলো জব্দ করা হয়। বিক্রেতাদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ এর তফশিল-১ এর অন্তর্ভুক্ত রক্ষিত বন্যপ্রাণী ধরা, শিকার, হত্যা করা, খাওয়া, ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ তাই এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা।

 

 

শেয়ার