Top

শেরপুরে ব্রীজ ভেঙ্গে ড্রাম ট্রাক খালে, দুর্ভোগে ৮ গ্রামের মানুষ

১৮ জুলাই, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
শেরপুরে ব্রীজ ভেঙ্গে ড্রাম ট্রাক খালে, দুর্ভোগে ৮ গ্রামের মানুষ
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের রুপাকুড়া গ্রামে দুদুয়ার খালের ব্রীজ ভেঙ্গে ড্রাম ট্রাক খালে পড়ে চালকসহ দুইজন আহত হয়েছেন । রবিবার (১৭ জুলাই) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন দুই ইউনিয়নের ৮ গ্রামের মানুষ।

এদিকে, ব্রীজটি ধ্বসে পড়ায় পাশ্ববর্তী পোড়াগাঁও ও নয়াবিল ইউনিয়নের প্রায় ৮ গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। রুপাকুড়া গ্রামের কৃষক আশারুচন্দ্র বর্মণ, আমিরুল ইসলাম ও সামিদুল মুন্সি বলেন, ব্রীজটি বেশিরভাগ অংশ ভেঙ্গে যাওয়ায় এলকার সাধারণ মানুষ ও কৃষকরা মালামাল পরিবহনে চরম দুর্ভোগে পড়েছেন। এটি দ্রুত নির্মাণ করা না হলে প্রায় ৫ কিলোমিটার পথ ঘুরে কৃষকের পণ্য পরিবহন করতে হবে।

স্থানীয় ইউপি সদস্য রথীন্দ্র চন্দ্র বর্মণ বলেন, রুপাকুড়া গ্রামের ব্রীজটি বারোমারী, নয়াবিল ও নালিতাবাড়ী উপজেলা শহরের সেতুবন্ধন ছিল। বালুভর্তি ট্রাক পার হতে গিয়ে ভেঙ্গে পড়ায় আমরা প্রায় ২০ হাজার এলাকাবাসী যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছি। তাই আমরা রুপাকুড়া গ্রামের ব্রীজটি মেরামত নয় নতুন করে নির্মাণের জোড় দাবি জানাচ্ছি।

শেয়ার