কেশবপুরের সুফলাকাটি ইউনিয়নের আড়ু–য়া খালে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছের ঘের করায় রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে জরিমানা করেছে। সরকারি খাল দখল করে মাছের ঘের করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সুফলাকাটি ইউনিয়নের আড়ু–য়া খালে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছের ঘের করেছিলেন ওই গ্রামের আনোয়ার ফকির ও বিধান বৈরাগী। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান ঘটনাস্থলে এসে ওই দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।