অভিবাসীদের ওপর করোনার প্রভাব লাঘবে ‘জোরালো বৈশ্বিক পদক্ষেপের’ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৮ জুলাই) সুইজারল্যান্ডের জেনেভাতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ভার্চুয়াল গ্লোবাল শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে শেখ হাসিনা এ আহ্বান জানান। এ সময় তিনি তিন দফা পরামর্শ উপস্থাপন করেছেন।
প্রধানমন্ত্রীর উপস্থাপন করা তিন দফা প্রস্তাব হলো:
এই সংকটের সময় বিদেশের বাজারগুলোতে অভিবাসী কর্মীদের চাকরি বজায় রাখতে হবে;
প্রতিষ্ঠান বন্ধের ক্ষেত্রে, ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা পুরোপুরি প্রদান করার পাশাপাশি তাদের সুরক্ষা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে হবে;
মহামারির পরে, অর্থনীতি পুনরায় সক্রিয় করার জন্য এই শ্রমিকদের নিয়োগ দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারিতে আইএলওর গ্লোবাল লিডার্স দিবসে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত। এ মহামারি আমাদের দেশসমূহ, বিশেষত আমাদের শ্রমিকদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। বিশ্বব্যাপী এই বিপর্যয় এখন বিশ্বায়ন ও যোগাযোগের মূলভিত্তিকে হুমকির মুখে ফেলেছে, যা আমরা সুদীর্ঘ সময় ধরে অনেক যত্নে গড়ে তুলেছি।’
তিনি বলেন, ‘কোভিড-১৯ সংকট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সরকার দেশের অর্থনীতির বিভিন্ন খাতের জন্য ১২.১ বিলিয়ন ডলার উদ্দীপনা প্যাকেজ এবং পাশাপাশি সমাজের বিভিন্ন অংশের জন্য সহায়তা ঘোষণা করে। এই সহায়তা প্যাকেজ আমাদের জিডিপির ৩.৭ শতাংশের সমান। রপ্তানি শিল্পে আমাদের শ্রমিকদের সহায়তা দিতে আমরা শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য প্রায় এক বিলিয়ন ডলার দিয়েছি।’
বাংলাদেশি অভিবাসী কর্মীদের ব্যাপকহারে চাকরি হারানো এবং এর ফলে রেমিট্যান্স হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এসডিজি অর্জনে রেমিট্যান্স একটি মূল উপাদান হওয়ায় এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।’
এ সময় আইএলওর মহাপরিচালক গাই রাইডার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানোম গেব্রেয়েসাস, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এই অনুষ্ঠানে যোগ দেন। সূত্র : বাসস