Top

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

২১ জুলাই, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানীতে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আবু তালেব মোল্লা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আবু তালেব মোল্লা কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল গ্রামের ইসহাক মোল্লার ছেলে।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুদ আলম জানান, সকালে কামারোল এলাকায় ট্রেন লাইন পার হচ্ছিলেন আবু তালেব মোল্লা। এসময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্তলে নিহত হন তিনি।

পরে খবর পেয়ে পরিবারের লোকজন নিহতের মরদেহ বাড়িতে নিয় যান।

শেয়ার