গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ জন আহত হয়েছে।শুক্রবার (২২ জুলাই) ভোর রাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার সালিনা বকসা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: অবু বকর মিয়া দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস এর একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪- ৪৭৩০) যাত্রী নিয়ে সাতক্ষীরা যাচ্ছিলেন। এসময় বাসটি মুকসুদপুরের সালিনা বকসা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে ফেলে দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসের অন্তত ২৫ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। মারাত্মক আহত দুই জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত বাসটি খাদ থেকে টেনে তোলার কাজ চলছে। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা: রায়হান ইসলাম শোভন জানান, রাতে আহত ২৫ রোগী চিকিৎসা নিতে আসে। এর মধ্যে দুইজন গুরুত্বর থাকায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।