Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ইকোপার্ক এলাকায় ধ্বস ১’শ মিটার নদী গর্ভে বিলীন

২৩ জুলাই, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ইকোপার্ক এলাকায় ধ্বস ১’শ মিটার নদী গর্ভে বিলীন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি হ্রাস পেতে শুরু করায় যমুনা তীরবর্তী কাজিপুর উপজেলায় নির্মাণাধীন ইকোপার্ক এলাকার ১০০ মিটায় এলাকায় ভয়াবহ ধ্বস নেমে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত বুধবার (২০ জুলাই) দ্বিতীয় বারের মতো এ ভাঙ্গন শুরু হয়ে শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ওই ইকোপার্ক এলাকার দক্ষিণ পাশের ১০০ মিটার এলাকার সিসি ব্লক নদীগর্ভে চলে গেছে।

আবারও ভাঙন শুরু হওয়ায় এলাকার মানুষ আতংকিত হয়ে পড়েছে। স্থাণিয় পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছে। ইতিপূর্বে গত মে মাসে ইকো পার্কের উত্তর পাশে ৮০ মিটার এলাকার সিসি বøক ধসে নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙ্গনের খবর পেয়ে সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় ও সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিরাজগঞ্জ পাউবো’র জ্যেষ্ঠ কর্মকর্তা হায়দার আলী বলেন, বর্তমানে যমুনা নদীর পানি অনেক কমে গেছে তাই ভাঙ্গনের কথা নয়। তবে শুকনা মৌসুমে স্থানীয়রা নদী তীর সংরক্ষণ প্রকল্প এলাকার কাছ থেকে বালু উত্তোলন করে সিসি বøকের উপর দিয়ে প্রতিদিন ট্রাকে করে বালু বহন করে নিয়ে যায়। এছাড়া নদীর মূল স্রোত বালু উত্তোলনের ফলে এখন ডান তীরে এসে সরাসরি আঘাত করছে। যে কারণে হয়তো ধ্বস নেমেছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ভাঙ্গন রোধে ওই এলাকায় বালিভর্তি জিও ব্যাগ ফেলার নির্দেশ দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার