Top

প্রযুক্তির ফাঁদে টাকা হাতিয়ে নিতো মশিউর রহমান

২৪ জুলাই, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ
প্রযুক্তির ফাঁদে টাকা হাতিয়ে নিতো মশিউর রহমান
চট্টগ্রাম প্রতিনিধি :

স্মার্টফোন কোম্পানি রিয়েলমিসহ নামিদামি সব ব্র্যান্ডের নামে ভুয়া পেজ ও ওয়েবসাইট খুলে প্রতারণার অভিযোগে এক কিশোরকে আটক করেছে র‌্যাব। আটক মশিউর রহমান (১৯) নোয়াখালী জেলার বেলাল হোসেনের ছেলে

র‌্যাব জানায়, জনপ্রিয় বিভিন্ন মোবাইল কোম্পানির নামে ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে নগদ এ্যাপসের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল মশিউর। পরে সুনির্দিষ্ট অভিযোগের শনিবার (২৩ জুলাই) মধ্যরাতে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকা থেকে মশিউরকে আটক করা হয়।

রোববার (২৪ জুলাই) বেলা ১১টায় র‌্যাব-৭ এর বহদ্দারহাট চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেন উপ-অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান।

এর আগে শনিবার রাত ১১ টার দিকে নোয়াখালীর মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয়- দু’টি টি আইপি টেলিফোন, রাউটার, মনিটর, সিপিউ, কিবোর্ড, মাউস, চেকবই, ব্যাংকের ভিসা কার্ড, কারব্যাগ, ভিজিটিংসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী।

র‌্যাবের কর্মকর্তারা জানান, প্রায় পাঁচ মাস আগে মশিউর আয়ারল্যান্ডের এক প্রবাসীর কাজ থেকে ফেসবুক মার্কেটিং এবং ওয়েব ডিজাইনের কাছ শিখে প্রায় ১৩ টি ভুয়া পেইজ ও ওয়েব সাইট খুলে বসেন। রিয়েলমিসহ নামিদামি বিভিন্ন কোম্পানির নামে ভুয়া এসব ওয়েব পেজে চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো মশিউর। যা নিয়ে র‌্যাবের কাছে অভিযোগ দেয় রিয়েলমি কোম্পানি। এ অভিযোগের সত্যতা পেয়ে মাঠে নামে র‌্যাব।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, ফেইক ফেসবুক পেজ ব্যবহারের মশিউরের খোলা ওয়েবসাইটে রিয়েলমি মোবাইল বাজার মূল্য থেকে অস্বাভাবিক কম দামে বিজ্ঞাপন দিয়ে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নগদ অ্যাপসের মাধ্যমে টাকা হাতিয়ে নিতো মশিউর। প্রাথমিক জিজ্ঞাসাবাদ এ কথা মশিউর স্বীকার করেছে। মশিউরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

শেয়ার