বাহামা উপকূলে নৌকাডুবে অন্তত ১৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতরা সবাই হাইতির নাগরিক। বাহামা সরকারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।
বাহামার প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিস জানিয়েছেন, নৌকায় থাকা ব্যক্তিরা হাইতি থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বাহামার পুলিশ বলছে, নিউ প্রভিডেন্স দ্বীপ থেকে ১১ কিলোমিটারের (৬.৮ মাইল) বেশি দূরে নৌকাটি ডুবে গেছে।
কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনা কবলিত নৌকাটি থেকে এক নারীসহ ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এছাড়া আরও একজন নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে।
কর্মকর্তারা জানিয়েছেন, মানবপাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারা দুজনই বাহামার নাগরিক।
সহিংসতা, চরম দারিদ্র্য পরিস্থিতি বাড়তে থাকায় হাইতি থেকে বিপজ্জনক পথে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন বহু মানুষ। এই সংখ্যা দিন দিন বাড়ছেই। দুর্ঘটনার সময় ওই নৌকায় ৬০ জন আরোহী ছিল।
বিপি/এএস