Top

ভুক্তভোগীর ভুল তথ্যে দোষী শনাক্তে দেরি: চবির প্রক্টর

২৫ জুলাই, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ
ভুক্তভোগীর ভুল তথ্যে দোষী শনাক্তে দেরি: চবির প্রক্টর

যৌন হেনস্তার শিকার হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সেই ছাত্রী প্রশাসনকে প্রথমে ভুল তথ্য দিয়েছিলেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। তিনি ছাত্রী হেনস্তার ঘটনায় গঠিত ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির আহবায়ক ছিলেন।

সোমবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান উপস্থিত ছিলেন।

প্রক্টর জানান, ভুক্তভোগীর দেয়া অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করতে গিয়ে কমিটি কোনো সঠিক কোনো তথ্য পাচ্ছিলামনা। কারণ ভুক্তভোগী জানিয়েছিলেন ট্রেন থেকে নেমে হলে গিয়ে খাওয়ার সেরে বন্ধুর সাথে দেখা করতে বের হওয়ার পর রাত সাড়ে নয়টার দিকে প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। কিন্তু তিনি যে বর্ণনা দিয়েছিলেন সে বর্ণনার প্রেক্ষিতে সাড়ে নয়টার মধ্যে উল্লেখিত জায়গায় যাওয়া কোনোভাবেই সম্ভব নয়।

সে কারণে আমরা ভুক্তভোগীকে পুনরায় বলি যে, আপনার দেয়া তথ্যের ভিত্তিতে আমরা সময় ও জায়গা কোনোভাবেই মেলাতে পারছি না, আপনি দয়া করে আমাদের সঠিক তথ্য দিন।

তখন ওই ছাত্রী বলেন, ঘটনা আসলে সাড়ে নয়টার সময়ের নয়। ঘটনা রাত দশটারও পরের। এবং তিনি যে জায়গা উল্লেখ করেছিলেন সেটাও সঠিক ঘটনাস্থল ছিলনা। আসলে ঘটনা ঘটেছিল তারও দক্ষিণ দিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের পরে পুকুরের পূর্ব পাড় থেকেও একটু ভেতরে। সেখানে ওই ছাত্রী তার বন্ধুর সাথে বসেছিলেন। ওই সময় অভিযুক্তরা দুটি বাইক নিয়ে ওই জায়গায় আসলে তাদের দেখতে পান। তখন ওই জায়গায় মারধর ছিনতাই ও যৌন নিপীড়নের ঘটনাটি ঘটে।

প্রসঙ্গত, রোববার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন এলাকায় ৫ জন দুর্বৃত্তের হাতে শারীরিক হেনস্তার শিকার হন এক ছাত্রী। ওই সময় তার সাথে থাকা তার বন্ধুকেও মারধর করা হয়৷ ছিনিয়ে নেওয়া হয় তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ। পরে এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী প্রক্টর বরাবর অভিযোগ দিলে ৫ সদস্যবিশিষ্ট এক তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া অজ্ঞাতনামা জনকে আসামি করে থানায় মামলাও করেছেন ওই ছাত্রী।

যৌন নিপীড়নের এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনে উত্তাল হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রী হেনস্তা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বৃহস্পতিবার দিনভর শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন সংগগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল করেন।

শেয়ার