Top
সর্বশেষ

নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরার ট্রলার ডুবি, ১৮ জেলেকে জীবিত উদ্ধার

২৬ জুলাই, ২০২২ ৩:২৪ অপরাহ্ণ
নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরার ট্রলার ডুবি, ১৮ জেলেকে জীবিত উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের দক্ষিণ বঙ্গোপসাগরে জোয়ারের কবলে পড়ে ‘এমভি আয়েশা’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। পরে পাশ্ববর্তী একটি ট্রলারের সহযোগিতায় দূর্ঘটনা কবলিত ট্রলার থেকে ১৮ মাঝি-মাল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।  

ট্রলারের মালিক জাহাজমারা ইউনিয়নের কাটাখালি গ্রামের বাসিন্দা খোকন জানান, সাগরে মাছ ধরা শেষে মঙ্গলবার সকালে ঘাটে আসছিল ট্রলারটি। এসময় সাগর উত্তাল থাকায় প্রচন্ড জোয়ারের কবলে পড়ে উল্টে ডুবে যায় ট্রলারটি। এসময় ট্রলারে থাকা ১৮জন মাঝি মাল্লা ও জেলে পাশ্ববর্তী অন্য একটি ট্রলারের সহযোগিতায় বেঁচে যায়। ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে দুপুরে ঘাট থেকে আরও ২টি ট্রলার পাঠানো হয়েছে। ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

হাতিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে নৌ-পুলিশকে অবগত করা হয়েছে।

শেয়ার