Top

কেশবপুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি শাহীন

২৬ জুলাই, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ
কেশবপুরে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি শাহীন
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির উদ্যোগে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর কবীর, মেরিন ফিশারীজ কর্মকর্তা অর্পিতা বিশ্বাস, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক মফিজুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর শহিদুজ্জামান শহিদ, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু প্রমুখ।

শেয়ার