Top

দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

২৭ জুলাই, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
জামালপুর প্রতিনিধি :

জামালপুরে দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে ৭ হাজার ৯২৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন্নবী (জগ)। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মিসেস ফারিন হোসেন (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৭৩২ ভোট।

জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলায় আজ ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে হয়েছে পৌরসভা নির্বাচন। ৯ টি ওয়ার্ডে সকাল থেকেই ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে। সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলেছে। দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী ভোটে অংশগ্রহন করেছে।

মেয়র পদে নৌকা প্রতীকে মিসেন ফারীন চৌধুরী, ধানের শীষ প্রতীকে সাদেক আক্তার নেওয়াজী, মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ,মোঃ শাহনেওয়াজ (শাহেনশাহ) নারিকেল গাছ, শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু জগ প্রতীকে প্রতিদ্বন্দীতা করেছে। নির্বাচনে ৯ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ১ শত ৩২ জন। পুরুষ ভোটার সংখ্যা ১৪ হাজার ৬ শ’ ৮৫ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৪ শ’ ৪৭ জন। আইন শৃংখলা পরিস্থিতি সুষ্ঠ রাখতে প্রতি ওয়ার্ডে ১ জন করে মেজিস্ট্রেট দায়িত্ব পালন করেছে।এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ রাখতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ বিপুল পরিমান আনসার,পুলিশ,বিজিবি,র‍্যাব দায়িত্ব পালন করেছে।

শেয়ার