Top

নওগাঁয় শুরু হয়েছে সপ্তাহব‍্যাপি বৃক্ষ মেলা

২৮ জুলাই, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
নওগাঁয় শুরু হয়েছে সপ্তাহব‍্যাপি বৃক্ষ মেলা
মামুনুর রশীদ বাবু. নওগাঁ :

‘বৃক্ষ প্রাণে প্রকৃতি পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই শ্লোগানে নওগাঁয় শুরু হয়েছে সপ্তাহব‍্যাপী বৃক্ষ মেলা। এ উপলক্ষে আজ সকালে কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ‍্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন সড়ক প্রদক্ষিন করে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। পওে মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বওে আলোচনা সভাঅনুষ্ঠিত হয়।

র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদেও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, নওগাঁর সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান এবং জেলা নার্সারী মালিক সমিতির পক্ষে মোস্তাকআহম্মেদ।

বক্তারা সবুজ বাংলাদেশ গড়তে প্রত্যেকে একটি গাছ লাগনোর আহ্বান জানান। মেলায় বিভিন ফলজ, বনজ ও ঔষধীগাছ সহ ৪০টি ষ্টল স্থান পেয়েছে।

 

শেয়ার