Top
সর্বশেষ

চিলমারীতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান

২৮ জুলাই, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ
চিলমারীতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র শ্রেনি পেশায় নিয়োজিত পরিবারসমুহের গৃহ মেরামত, গৃহস্থালি উপকরণ ও শিক্ষা সামগ্রী ক্রয় এবং আনুষাঙ্গিক ব্যয় মিটানোর জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ভাঙন কবলিত ৫টি ইউনিয়নের ৯৪ জন কে জনপ্রতি ১০হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান, চিলমারী ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম আশেঁক আকা, উপসহকারী প্রকৌশলী আতিকুজ্জামান প্রমূখ।
শেয়ার