ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন পাটোয়ারীর সরকারী মুঠোফোন ক্লোন করে একজন দুর্বৃত্ত উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন ব্যক্তির নিকট চাঁদা দাবী করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেল ৪ টার পর থেকে ওই সরকারী মুঠোফোন নাম্বারটি ক্লোন করা হয়। কয়েক ব্যক্তির নিকট থেকেই নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার মুঠোফোন নাম্বার ক্লোন করে চাঁদা দাবীর বিষয়টি নিশ্চিত হয়েছেন।
এরপর তিনি নিজেই এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং কোন প্রতারকের কথায় কাউকে টাজা পয়সা না দেওয়ার অনুরোধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি তাঁর দৃষ্টি গোচর হওয়ার পর তিনি বিজ্ঞপ্তি দেন।
“সর্বসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, উপজেলা নির্বাহী অফিসার, ফেনী সদর এর সরকারি মুঠোফোন নাম্বার (01713-187314) টি ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন অফিস ও লোকজনের কাছে টাকা দাবি করছে। বিকাল ৪ ঘটিকার দিকে বিষয়টি জানতে পারি। এসব প্রতারক চক্রের খপ্পরে পড়ে টাকার লেনদেনসহ অন্য যেকোনো তথ্য আদান-প্রদান না করার জন্য সবাইকে অনুরোধ করেছি ”
প্রসঙ্গত, তিনি ফেনীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পরদিনই গত ৭ জুন প্রথম দফা তার সরকারী মুঠোফোন নাম্বারটি ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন লোকজনের নিকট নানা অজুহাতে টাকা দাবী করেন। তখনও সময়মত বিষয়টি জানাজানি হলে প্রতারক চক্রকে ঠেকানো সম্ভব হয়েছিল।