কুমিল্লার দাউদকান্দিতে ভ্রাম্যমান আদালত ২০ পিচ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এসময় অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল বেচাকেনার অভিযোগে ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে আদালত।
বৃহস্পতিবার বিকেলে দাউদকান্দি পৌর বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিনুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী, সহকারী মৎস্য কর্মকর্তা নাজমা আক্তার।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের লক্ষ্যে দাউদকান্দি পৌর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিনুল হাসান স্যার। পরে উপজেলা চত্তরে জনসম্মুখে আগুনে পুরিয়ে জব্দকৃত অবৈধ জাল নষ্ট করা হয়।