Top

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

২৯ জুলাই, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মুফতি মনিরুল ইসলাম (৩৫) নামে একমাদ্রাসা শিক্ষক গাছের সঙ্গে ধাক্কা লেগে সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছে।

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। মুফতি মনিরুল ইসলাম সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা ও বেলকুচি উপজেলার টেংরাখালি মাদরাসার শিক্ষক ছিলেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শিক্ষক মুফতি মনিরুলসহ কয়েকজন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ধানগড়ার দিকে যাচ্ছিল। শুক্রবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে ধানগড়া-ব্রহ্মগাছা আঞ্চলিক সড়কের কয়ড়া শিমুলতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়।

এতে মাদ্রাসা শিক্ষক মুফতি মনিরুল ঘটনাস্থলেই নিহত ও অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার