Top
সর্বশেষ

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

৩০ জুলাই, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ
কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুরে ৫৩ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (২৮) ও আবু তাহের (৪৫) নামে দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০জুলাই) আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে উপজেলার থেতরাই ইউনিয়নের হারুনফেড়া এলাকার ছড়ারপাড় বিলে মাছের খাদ্য রাখার ঘরে মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে উলিপুর থানা পুলিশ দুই মাদক কারবারীকে হাতেনাতে আটক করে।এসময় অন্যান্য মাদকসেবী ও কারবারীরা পালিয়ে যায়।

অভিযান পরিচালনা করেন উলিপুর থানার এসআই হারিছুর রহমান, এএসআই সোহাগ পারভেজসহ সঙ্গীয় ফোর্স। আটকরফিকুল ইসলাম উলিপুর পৌরসভার নারিকেলবাড়ী পূর্ব ছড়ারপাড় গ্রামের জহুর আলীর ছেলে এবং আবু তাহের একই এলাকার মৃত:শেহর আলীর ছেলে। আসামীগণ দীর্ঘদিন থেকে বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার