Top
সর্বশেষ

সিরাজগঞ্জে বন্ধ পাটকল চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ

৩১ জুলাই, ২০২২ ৪:২০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বন্ধ পাটকল চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সারাদেশের বন্ধ হয়ে যাওয়া সবগুলো জুটমিল চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে জাতীয় জুটমিল শ্রমিক-কর্মচারীরা সিরাজগঞ্জে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর জাতীয় জুটমিলের ১নং গেটের সামনে রোববার (৩১ জুলাই) সকালে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় জুট মিল শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জাতীয় জুটমিলসহ সারাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সকল পাটকল বন্ধ করে দেয়া হয়েছে। এতে শ্রমিকরা-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে। সিরাজগঞ্জ জাতীয় এ জুটমিলটির শ্রমিক- কর্মচারিদের দীর্ঘদিনের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করেই রহিদ গ্রুপ নামে একটি বেসরকারি কোম্পানিকে ইতোমধ্যে লিজ দেয়া হয়েছে। অনতিবিলম্বে মজুরি কমিশনের ধার্য্যকৃত এরিয়া বিলসহ সব বকেয়া পরিশোধ করে রাষ্টীয় মালিকানায় মিলটি চালুর দাবি জানান বক্তারা।

বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু বকর ভুঁইয়া, কামারখন্দ উপজেলা চেয়ারম্যান ও জেলা কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক এস.এম. শহিদুল্লাহ সবুজ, ট্রেড ইউনিয়ন সিরাজগঞ্জ অঞ্চলের সভাপতি বরকত উল্লাহ, জাতীয় জুটমিল শ্রমিক-কর্মচারী পরিষদের যুগ্ম আহ্ধসঢ়;বায়ক, সেলিম হোসেন, জাতীয় জুটমিলের শ্রমিক সরদার মনির হোসেন প্রমুখ।

শেয়ার