Top

‘করোনা দেশের অগ্রযাত্রা স্থবির করেছে’: প্রধানমন্ত্রী

০৯ জুলাই, ২০২০ ২:২৮ অপরাহ্ণ
‘করোনা দেশের অগ্রযাত্রা স্থবির করেছে’: প্রধানমন্ত্রী
করোনাভাইরাস বাংলাদেশের অগ্রযাত্রা স্থবির করে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (৯ জুলােই) জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনায় নিয়েই বাজেট দেয়া হয়েছে। করোনা পরিস্থিতি ভালো হলে বাজেট বাস্তবায়ন হবে, অন্যথায় কঠিন হবে। সাধারণ মানুষ করোনা সংক্রমণ রোধে আরেকটু সচেতন হলে পরিস্থিতি আরো ভালো হত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, করোনা সংকট মোকাবিলায় সামাজিক নিরাপত্তার আওতা বাড়িয়েছে সরকার। সরকারের পাশাপাশি করোনা মোকাবিলায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগের কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ঘরে বসে সমালোচনা করা সহজ, কিন্তু প্রকৃত রাজনৈতিক দল মাঠে কাজ করে। দেশে অনেক রাজনৈতিক দল থাকলেও সংকটে কেবল আওয়ামী লীগই মানুষের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, বাধা বিপত্তি থাকবেই কিন্তু জীবন থেমে থাকতে পারে না। করোনা মোকাবিলায় ১ কোটি ৫৯ লাখ মানুষকে বিনামূল্যে চাল দেয়া হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার