Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত ১

৩১ জুলাই, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত ১
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কের ধাপের ব্রিজ নামক স্থানে রোববার দুপুরে ট্রাকচাপায় অখিল চন্দ্র (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর দুই আরোহী আহত হয়েছে। নিহত অখিল চন্দ্র বগুড়া জেলার শেরপুর পৌর এলাকার অসীম চন্দ্রের ছেলে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ থেকে তাড়াশগামী একটি বাসকে তিন আরোহীর মোটরসাইকলেটি উল্লেখিত স্থানে রোববার দুপুর ১টার দিকে ওভারটেক করছিল। এ সময় পেছন দিক থেকে একটি পণ্যবোঝাই ট্রাক তাদের চাপা দিলে অখিল চন্দ্র ঘটনাস্থলেই নিহত ও অপর দু’জনের পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতের উদ্ধার করে তাড়াশ হাসপাতালে ভর্তি করে।

শেয়ার